ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর রহমানিয়া মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ জাগের হোসেন (৬৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না- রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৪ মেয়ে নাতী নাতনী আত্মীয় স্বজন সহ অসংখ্য শিক্ষার্থীবৃন্দ রেখে যান। আজ ২৬ মে বুধবার, সকাল ১০-৩০ মিনিটের সময় নিজ গ্রাম আনোয়ারার রায়পুর হাজন পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর রহমানিয়া মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ, অধ্যক্ষ মাওলানা ইসমাইল ওসমানী, প্রবাসী মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ গিয়াস উদ্দিন গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ যে তিনি ৩ যুগ ধরে ঐ মাদ্রাসায় শিক্ষাকতার দায়িত্ব পালন করেছেন।