মহিদুল মহিম পরিচালিত ‘রক-রবীন্দ্র’ নাটক প্রকাশ পেতে যাচ্ছে কিছুদিনের মধ্যে যেখানে ১৩ বছর জুটি বেঁধেছেন অপূর্ব ও তিশা। নাটকে একটি গানে কন্ঠ দিয়েছেন আভরাল সাহির ও কনা৷ ‘তোমায় খোজে পাই’ শিরোনামের গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ৷ সুর ও সুংগীত করেছেন আভরাল সাহির৷
চলতি ঈদে এম এ আলম শুভ’র কথায় আভরাল সাহিরের সুর ও সংগীতে বেশ কিছু নাটকে গান প্রকাশিত হয়। সেগুলোর মধ্যে মহিদুল মহিম পরিচালিত ‘ক্রেডিট শো’ নাটকে ‘ভুল থেকে শুরু’ শিরোনামের গানটি গেয়েছেন আভরাল সাহির ও পড়শী৷ অন্যদিকে রাইসুল তমাল পরিচালিত ‘আমি প্রেম করবো’ নাটক্র আরেকটি গান করেন আভরাল সাহির ও সায়েবা সাকী। তাছাড়া ড্যান্সিন কার, সুইট রোবট ও নাবিক নাটকের গান গুলো প্রকাশের অপেক্ষায়, সেখানে একটি গান কন্ঠ দিয়েছেন মাহতিম সাকিব।
রক রবীন্দ্র নাটক ও গানটি প্রকাশ হবে ‘সিএমভি’ ব্যানারে।