দেশে এখন একই সঙ্গে তাপপ্রবাহ ও ঝড়বৃষ্টি বয়ে যাচ্ছে। আজ দেশের ৫ বিভাগে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও তিন বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ।
সোমবার (১৭ মে) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। কুমিল্লা অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।সবটুকু জানতে ক্লিক করুন