চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন বলেন, করোনা পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের মাঝে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ হোসেন হীরন এর ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও ওয়ার্ড আওয়ামী লীগ ও দলীয় সহযোগী সংগঠনের ২৫০০ এর বেশী নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার প্রদান একটি প্রসংশনীয় উদ্যোগ। এতে নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা কাজ করে। পাহাড়তলী ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের জামায়াত-বিএনপি’র অপরাজনীতি হতে কৌশলী হতে হবে। যারা আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করে তাদেরকেও দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরীর টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত হুশিয়ারী করেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হোসেন হীরন। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়ছার মালিক এর পরিচালনায় সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন স্বপন, দফতর সম্পাদক এ বি এম আকরাম হোসেন, সহ-প্রচার সম্পাদক আবদুল হান্নান হীরা, আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম, মুক্তার হোসেন, টাইগার পাশ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোজাম্মেল হক, ২ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর, ১ নং ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি মো. নাসিম লাদেন, ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহবায়ক ও নগর যুবলীগের সদস্য অধ্যাপক কাজী মো. মুজিবুর রহমান মুজিব, নগর যুবলীগের সদস্য ও ঝাউতলা বাজার কমিটির সভাপতি মো. শহীদুল ইসলাম মকবুল, ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক ও নগর যুবলীগ নেতা মাজহারুল ইসলাম ফরহাদ, ওয়ার্ড যুবলীগ নেতা মো. নজরুল ইসলাম মিয়াজি, বেলাল হোসেন মনা, হাসান মুরাদ চৌধুরী, মো. আকবর আলী, মো. শরিফুল ইসলাম, বেলাল হোসেন, মো. জুয়েল, মো. আরশাদ, মো. জসিম উদ্দিন আবদুল করিম ছাত্রলীগ নেতা কাজিম উদ্দীন, হোসাইন রাজু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে করোনা ভাইরাস এর হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে বিশেষ দোয়া মোনাজাত করেন আমবাগান জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মো. মাহমুদুল হক। অনুষ্ঠানে খুলশী থানা আওয়ামী লীগের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও তার পরিবারবর্গের জন্য ঈদ উপহার প্রদান করা হয়।