আনোয়ারা প্রতিনিধি
মাদক মামলার আসামি প্রকাশ্যে এলাকায় ঘুরাফেরা করতে পারবে না। আনোয়ারা কর্ণফুলীতে কোনো দ্বৈত শাসন চলবে না। আমি আনোয়ারা কর্ণফুলীর নির্বাচিত সংসদ সদস্য, আমি এলাকার জনগণের ভোটে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তাই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমার সাংবিধানিক দায়িত্ব। কারণ আমি এই এলাকার জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আমার মন্ত্রিত্বের সময়েও আমি চেষ্টা করেছি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে।
আমি কঠোর হুঁশিয়ারি দিচ্ছি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, জমি দখল, মিথ্যে মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানিসহ নানা অভিযোগে যাদেরকে অতীতে দল থেকে আমি বের করে দিয়েছি তাদের নতুন কোনো অপকর্ম বরদাস্ত করা হবে না। আমি দুস্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আমার কঠোর নির্দেশ রইল। আমি থানায় দালালির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছি। আমার এলাকায় কোনো ধরনের অশান্তি হতে দিব না। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমি পুলিশ প্রশাসনকে কঠোরভাবে নির্দেশ দিচ্ছি। ২৯ মার্চ শুক্রবার বিকেল ৩টায় আনোয়ারা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ উপরোক্ত কথাগুলো বলেন । এই সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরি অর্থ বিতরণও করেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন এই সভায় সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী ।অনুষ্ঠানে অন্যদের মধ্য রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, এম এ মালেক, , জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যানদের মাঝে বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, নোয়াব আলী, এম এ কাইয়ুম শাহ্, আমিন শরীফ, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, অসিম কুমার দেব, আজিজুল হক বাবুল, কলিম উদ্দিন, মো. ইদ্রিস উপস্হিত ছিলেন।