মুজিব শতবর্ষ উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম জেলার উদ্যোগে এতিমদের মাঝে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা আজ সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব হলে সংগঠনের সভাপতি সুসান আনোয়ার চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড.এম হোসাইন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব এর সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ইঞ্জিনিয়ার হাসমত আলী, আয়েন শর্মা, কবি বিদুৎ বড়ুয়া, এড. ইলা চক্রবর্তী আব্দুল হালিম, লিপি দেওয়ানজী, সাহেদ সাকিল, মোঃ নোমান, মোঃ ওসমান, আরিফুল উল্লাহ মুকুল, নেজাম উদ্দিন, রিংকী ফিনি, মোঃ ফরিদ, মোঃ সরোয়ার, আসিফ আলম, মোঃ লোকমান হাকিম, দিদার আলম, জেলা ছাত্রলীগ নেতা জানে আলম, মোঃ এমরান ইঞ্জিনিয়ার জামসেদ, ওয়াহেদুজ্জামান, মোঃ মনজুরুল আলম, মির্জা হারুন প্রমুখ। উক্ত আলোচনা সভায় বক্তারা মুজিব শতবর্ষ উপহার হিসেবে এতিমদের মাঝে উপহার করা হয়। এধরণের সমাজের সুবিধা বঞ্চিত ও দুঃস্থদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।