নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগরের জাকির হোসেন রোডস্থ নাছিরাবাদে শিল্প-সংস্কৃতি জনকল্যাণ সংস্থা ত্রিতরঙ্গের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়,বিপিএম (বার),পিপিএম (বার) ।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রসাশন ও অর্থ এম এ মাসুদ, ত্রিতরঙ্গের মহাসচিব কবি শাওন পান্ত সহ পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শীতের তীব্রতায় নগরের সুবিধা বঞ্চিত প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। একই দিন সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেন ,জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী কে ফুলেল শুভেচ্ছা জানান সিএমপি কমিশনার। সে সময় বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) সহ চট্রগ্রাম জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যলয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।