ক্রীড়া ডেস্ক
১৫ ডিসেম্বর দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে শিশু টিমের প্রীতি ফুটবল ম্যাচ আজ শুক্রবার (১৫ডিসেম্বর) সকাল ৮টায় উদ্ধোধন করেন হালিশহর একাদশ ক্লাবের উপদেষ্টা, শিক্ষাবিদ এম খবির উদ্দিন আহমেদ। এসময় টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,মাঠ সমন্বয়কারী আমীর হোসেন, সদস্য মোঃ রাহুল,সিহাব, মোঃ রুবেল সহ একাডেমির সিনিয়র ফুটবলার গণ উপস্থিত ছিলেন। ম্যাচে তানজীর একাদশ ১-০ গোলে সামির একাদশ কে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে । গোলদাতা মোঃ সাঈদী। শিশু টিমের খেলাটি পরিচালনা করেন আমীর হোসেন, সহকারী ছিলেন সিহাব ও আরিফ। সিনিয়র টিমের প্রদর্শনী ম্যাচ আগামী ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেলে সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত হবে। ঐদিন খেলা শেষে উভয় টিমের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।