চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন, মহানবী (সা.) দুনিয়াবাসীর জন্য দয়া, মানবতা, শান্তি, সাম্য, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন বিধান পৃথিবীতে নিয়ে আসেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ। এদেশে নবীজীর বংশধর, সুফিসাধক, অলি-আউলিয়াদের মাধ্যমে মানুষ পবিত্র ইসলামে দীক্ষিত হয়েছে। অন্তরের ভালবাসা এবং বাস্তবে তার প্রকাশনায় প্রকৃত নবী প্রেমিকের পরিচায়ক। প্রকৃত নবী প্রেমিক ও প্রকৃত সুন্নি হিসেবে বাস্তব জীবন যাত্রায় উপস্থাপন করাই মুসলিমদের মূল পরিচয়।
১২ রবিউল আউয়াল ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উৎযাপন উপলক্ষে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হযরত খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভান্ডারী (রা.) এর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত খতমে কোরান, খতমে মাজমুয়ায়ে সালাতে রাসুল ও আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিয়ুর রহমান। দোয়া, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সৈয়্যদ ইউনুস রজভী। আলোচনা করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম, মাওলানা ফরিদুল আলম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রাশেদুল হক, মাওলানা কামাল উদ্দিন সহ আলেম ওলামাবৃন্দ। পরে মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শুভাগমনের রবিউল আউয়াল মাসব্যাপী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের ৩০টি মাজার, মসজিদ এবং আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত জামে মসজিদ, এবাদত খানা, মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসায় প্রতিদিন ওয়াজ মাহফিল, মিলাদ, দোয়া ও তবারুক বিতরণ চলমান রয়েছে।