আম পরিবহনের জন্য ম্যাঙ্গো ট্রেন চালু হচ্ছে। এছাড়া অন্যান্য ফসল ও শাকসবজি পরিবহনে প্রত্যেক ট্রেনের সাথে অতিরিক্ত বগি সংযোজন করা হবে।
আজ শুক্রবার (১২ মার্চ) বিকেলে রহনপুর রেলস্টেশন পরিদর্শনে এসে রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এ কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিলউদ্দিন আহমেদ শিমুল, অতিরিক্ত জেরা প্রশাসক তাজকির-উজ-জামান, জেলা পুলিশ সুপার এইচএম আবদুর রকিব, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, পশ্চিমাঞ্চলের মহাপরিচালক মিহির কান্তি গুহ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।