নগরীর উত্তর পতেঙ্গাস্থ জিএম কলোনী গেইট সংলগ্ন জনৈক নুর মোহাম্মদ ও ফোরখান কোম্পানী এর বাড়ীর পিছনে ১১মার্চ (বৃহস্পতিবার) গভীর রাত সাড়ে ৪টায় ডাকাত দলের সদস্যরা
এলাকার নৈশ প্রহরী মোঃ কবির হোসেন(৫৫) কে খুন করার অভিযোগ পাওয়া গেছে।
সন্দেহ করা হচ্ছে যে,একটি পিকাপভ্যানে চোর-ডাকাত দলের সদস্যরা পতেঙ্গা জিএম কলোনী গেটস্থ গলির ভিতরে একটি পাঁচতলা ভবনে দেওয়াল টপকে ডাকাতী করতে ঢুকার দৃশ্য দেখে শোর -চিৎকার দিলে চোর-ডাকাতের দল ওই নৈশপ্রহরী (দারোয়ান)কে পিকাপ ভ্যানের মাল বাধঁণ গলায় পেছিয়ে হত্যা করেন বলে প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানাই। এলাকার জনৈক স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, তিনি ঐএলাকার নাইট গার্ড ছিলেন। তাকে ভোর রাতে কেবা করা মেরে আমার ভাই ফোরকান কোম্পানী ও আমার বাড়ীর পিছনে নালায় ফেলে গেছেন বলে লোক মারফত শুনতে পারি ,পরে স্থানীয় কাউন্সিলর আবদুল বারেক কোম্পানী , সমাজ সেবী ওয়াহিদ হাসান ও পতেঙ্গা মডেল থানার পুলিশ টিম এসে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যূর মামলা দায়ের হয় বলে থানা সূত্রে
জানা গেছে। নিহতের স্ত্রী লাশ চিহিৃদ করে পরে হত্যা-খুনের মামলা করবেন বলে প্রতিবেশীরা জানান।