গাউসিয়া কমিটি বাংলাদেশ ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওতাধীন, বজ্রঘোনা শাখার ব্যবস্থাপনায় ১০ তম, ১০ দিন ব্যাপী শোহদায়ে কারবালা মাহফিলের ৬ষ্ঠ দিবসে শাখা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হোসেন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, মোহাম্মদ আইয়ুব আলীর সঞ্চালনায়, বজ্রঘোনা শাহী জামেমসজিদে গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি মঈন উদ্দিন খান মামুন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন বাকলিয়া থানা গাউসিয়া কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নুরুল আকতার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম সেলিম, মহানগর গাউসিয়া কমিটির সহ সমাজসেবা সম্পাদক মাওলানা রেজাউল হোসেন জসিম, বাকলিয়া থানা তথ্য প্রযুক্তি সম্পাদক, মোহাম্মদ হামিদ, ১৮ ওয়ার্ড গাউসিয়া কমিটর সহ-সভাপতি ইলিয়াস সওদাগর, বাকলিয়া থানা প্রচার সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন, বজ্রঘোনা মসজিদ কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর প্রমুখ। বক্তারা বলেন, প্রিয় নবীর (দরূদ) আদরের আওলাদ গণদের নির্মম ভাবে শাহাদত করে পাপিষ্ঠ ইয়াজিদ ও তার দোসররা দুনিয়া ও আখেরাতে চির অভিশপ্ত হয়ে থাকবে। তাদেরকে যারা এখনো সমর্থন করে মুসলিম জাতির জাতির কাছে ভালো ও নির্দোষ সাজাতে চায়, তারাও পথভ্রষ্ট ও চির অভিশপ্তদের অন্তর্ভুক্ত হবে।