মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফটিকছড়ি উপজেলা গঠনকল্পে আলোচনা সভা ২১ জুলাই জুমাবার বিকাল ৪ টায় ফটিকছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বীরমুক্তিযোদ্ধা সন্তান মাস্টার মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং বীরমুক্তিযোদ্ধা সন্তান এ্যাড. খোরশেদুল আলম টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ও উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সন্তান বখতেয়ার সাঈদ ইরান। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা সন্তান হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব। প্রধান আলোচক ছিলেন নাজিরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সন্তান হোসেন শহিদ জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সন্তান মাস্টার নাসির উদ্দীন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফটিকছড়ি উপজেলার সাবেক সমন্বয়ক বীরমুক্তিযোদ্ধা সন্তান ফয়সাল ইসলাম চৌধুরী জনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখনো সক্রিয় আছে। তারা বিভিন্ন সুবিধাবাদী রাজনৈতিক শক্তির ছায়াতলে আশ্রয় নিয়ে দেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এসব অপশক্তিকে রুখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে অতিথিদের মতামতের সমন্বয়ে এ্যাড খোরশেদুল আলমকে আহবায়ক, মুজিবুল হক, আশরাফ আলী ইনু, আবু বক্কর ছিদ্দিকী ইবনু এবং বিশু শিকদারকে যুগ্ম আহবায়ক করে ২৫ সদস্য কমিটি ঘোষণা করা হয়। এতে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সন্তান মোস্তাকিম চৌধুরী টিটু, শারমিন নুপুর, বাবর আলী রায়হান, পেয়ার আহম্মদ আফিফ, মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দিকী, রেজাউল ইসলাম নয়ন, ফেরদৌস আলম আরজু, শামীমা আকতার, মনির হোসেন, সাইফুদ্দীন, মোঃ পারভেজ, মোঃ হান্নান, মোঃ জামশেদ মজুমদার, চা তোয়াং প্রæ, মোঃ মিরাজ, সিবলী, মোঃ শহীদ, রিগ্যান বড়ুয়া, রুবেল নাথ, দেলোয়ার হোসেন, মাষ্টার রাশেদ, এজহার মিয়া, খোকন প্রমুখ।