বিশেষ প্রতিনিধি
বাঁশখালী উপজেলার শেখের খীল ইউনিয়নের কাজী মুহাম্মদ আনোয়ারুল আজিম নিয়োগ পাওয়ার পর থেকে এলাকায় বাল্য বিবাহ বেড়ে গেছে। কাজী আনোয়ারুল আজিম অর্থের লোভে বাল্য বিবাহ রেজিস্ট্রি করে থাকে। তার বানামে বর-কনের বিবাহ তারিখের মধ্যেও প্রচুর গড় মিল থাকে। তার পিতা মৃত কাজী জহুরুল ইসলাম থেকে পূর্ব সূত্রে পাওয়া বর্তমান কাজী সরকারী কোনো নিয়ম নীতি না মেনে বর-কনের বিবাহ সম্পন্ন করে আসছে। তার এলাকার বাইরে গিয়েও বহু বিবাহ রেজিস্ট্রিও করার অভিযোগ আছে। ইতিপূর্বে তার এহেন কর্মের জন্য জরিমানাও দিতে হয়েছে।
এ বিষয়ে জানার জন্য তার মুঠো ফোনে ২০ ও ২১ জুলাই পর পর ২দিন জানতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি লাইন কেটে দেয়।
স্থানীয় গন্যমান্য জনগণ তার বিবাহ রেজি্স্ট্রি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন ও বিচার মন্ত্রণালয় এবং চট্টগ্রাম জেলা রেজিস্টারের প্রতি আমাদের প্রতিনিধির মাধ্যমে অনুরোধ জানিয়েছেন।