খাইরুল ইসলাম খান
গত ৭-জুলাই রাত ৯ টার সময় সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর জিরো পয়েন্টে পাথরবাহী বারকি নৌকায় এ-দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কালি বাড়ী গ্রামের মৃত মুহিবুর রহমান এর পুত্র মোঃ অফিক মিয়া (৪৩) তার সঙ্গীদের নিয়ে ভোলাগঞ্জ জিরো পয়েন্ট থেকে পাথর নিয়ে ফেরার পথে পানির স্রোতে বারকি নৌকা ডুবে যায়। তার সঙ্গীরা সাতড়িয়ে নদীর কুলে উঠতে পারলেও সে আর উঠে আসতে পারেনি। পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসের ডুবুরি এবং স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর আজ সোমবার ১০-জুলাই ভোর ৬ টার সময়, বাংকার এর পূর্বদিকে নদীর তীরে লাশ ভেসে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজনের সহায়তা কোম্পানীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। উল্লেখ্য মোঃ অফিক মিয়া ৭ (সাত) সন্তানের জনক।