সন্দ্বীপ প্রতিনিধি
উন্নত ও আধুনিক সেবার প্রতিশ্রতি নিয়ে সন্দ্বীপ উপজেলার প্রাণ কেন্দ্র এনাম নাহার হাই স্কুলের মোড় সংলগ্ন খন্তার হাটের পশ্চিম মাথায় সাগর দ্বীপ ক্লিনিক্যাল ল্যাবরেটারির শুভ উদ্বোধন করা হয়েছে। ১ জুলাই বেলা ১০ টায় আরম্ভ গোনায় মধ্যে দিয়ে এ ক্লিনিক্যালের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া ইসলামীয়া মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মাহাবুব উল্ল্যাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও ফিতা কেটে উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি। সাগরদ্বীপ ক্লিনিক্যালের মার্কেটিং অফিসার শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দীন বেদন, সন্দ্বীপ থানার পুলিশ পরিদর্শক তদন্ত জাকির হোসেন, উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সাগরদ্বীপ ক্লিনিক্যাল ল্যাবরেটারির ম্যানোজার এন্ড চিফ মেডিক্যাল টেকনোলজি মাকছুদুর রহমান রিয়াদ, মার্কেটিং অফিসার আবদুল হালিম সাবিনা ইয়াসমিন, আসমা বেগম, রায়হান আল মামুন, মাকছুদুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গ সাগরদ্বীপ ক্লিনিক্যাল ল্যাবরেটারি সেবা সমুহর মধ্যে রয়েছে প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি, ই.সি.জি, ডিজিটাল এক্সরে, বায়োকেমিস্ট, হরমোন, ফিজিওথেরাপি, মাইক্রোবায়োলজি,, নেবুলাইজেসন, হেমাটোলজি, বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, ডেন্টাল বিভাগ, মডেল ফার্মেসী সহ ইত্যাদি সেবা রয়েছে, শুক্রবার সহ প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০ পর্যন্ত খোলা থাকবে।