বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে হাটহাজারী থানায় মিথ্যা, বানোয়াট মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মোরসালীন, সাধারণ সম্পাদক সরওয়ার উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল, যুগ্ম সম্পাদক আকবর আলী। নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিন একজন আইনজীবী ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব।
যার হাটহাজারীর হেফাজতের ঘটনার সাথে বিন্দু মাত্র সম্পর্ক নেই। এমনকি হেফাজতের ঘটনা সময় ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রামের বাইরে অবস্থান করছিল। সরকার হেফাজতের ঘটনার সাথে চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির নেতাকর্মীকে জড়িয়ে মামলা দেওয়া খুবই দুঃখজনক ঘটনা। নেতৃবৃন্দ হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস শুক্কুর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনির আলম জনি, উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদের, হাটহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক মীর্জা এমদাদ, হাটহাজারী উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, হাটহাজারী পৌরসভা বিএনপি নেতা রেজাউল করিম, হাটহাজারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুদ্দীন নাহিদ ও গিয়াস উদ্দিন মাহমুদ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস মেহেদী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাবু সালাম’র বিরুদ্ধে হেফাজতের ঘটনায় হাটহাজারী থানায় মিথ্যা মামলা দায়ে’র ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। নেতৃবৃন্দ এহেন মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।