বিশেষ প্রতিনিধি
স্ব-ঘোষিত ডিবির ক্যাশিয়ার এএসআই সবিরুল খানের চাঁদা কালেক্টর হলো মাসুদ । সবিরুল চট্টগ্রাম মহানগর ডিবির হেড ক্যাশিয়ার পরিচয় দেয়। তার পোস্টিং ঢাকায় হলেও সে প্রতি মাসের প্রথম সপ্তাহ শুক্রবার ছাড়াও চট্টগ্রাম নগরে এসে নগরীর ক্রাইম পয়েন্টে বিচরণ করে বিভিন্ন বড় কর্তা ও ছোট কর্তার নাম ভাঙ্গিয়ে মাসুদের মাধ্যমে চাঁদা আদায় করে থাকে। তার কাছে বিভিন্ন মোবাইল অপারেটরের ১৫টা সিম আছে। সে ঢাকায় থেকে ওইসব সিমের মাধ্যমে চট্টগ্রাম মহানগরীর অপরাধী ও ২নং কারবারিদের সাথে ফোনে যোগাযোগ করে । সব জায়গায় মাসুদকে ফিট করে দিয়ে মাসুদের মাধ্যমে নগর গোয়েন্দা বিভাগের নামে চাঁদা আদায় করছে বলে জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, মাসুদ এর আগে সেলিমের সাইট ক্যাশিয়ার হিসেবে কাজ করত। সবিরুল ও মাসুদ এখন কোটি টাকার মালিক বনে গেছে। বিষয়টি পুলিশের বিশেষ শাখার লোকজন জানে। এদের কারণে পুলিশ বিভাগ ও ক্ষমতাশীন দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে সচেতন মহল ধারণা করছে।আইনশৃংখলারও বিঘ্ন ঘটছে।