রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২’র দীর্ঘ ৩১ বছরের ঐতিহ্যবাহী ক্লাব রোটারেক্ট ক্লাব অফ চিটাগাং সেন্ট্রালের ২০২৩-২৪ রোটারি বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম নগরীর চিটাগাং ক্লাব লিমিটেডে বর্তমান কমিটির সভাপতি রোটারেক্টর নমিউল হক তোফাইলের সভাপতিত্বে ২৫ এপ্রিল অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে।
এতে ক্লাবের সদস্যদের সরাসরি অংশগ্রহণে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের শিক্ষার্থী রোটারেক্টর জুনাইদ হাসান। বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল আসিফ হাওলাদার। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন রোটারি ক্লাব অফ চিটাগাং ডাউনটাউন এর সভাপতি রোটারিয়ান ফরহাদুল ইসলাম। সার্বিক তত্ত¡বধানে ছিলেন রোটারেক্টর রেজাউল করিম ও রোটারেক্টর নুরুল হোছাইন।