রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ-বাংলাদেশ এর চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের অভিষেক ৭ মার্চ ২০২৩ আনোয়ারা থানাস্থ বারশত কালীবাড়ি দিঘীরপাড় ডা. মনিন্দ্র চন্দ্র নাথের বাড়ীর দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি প-িত রুপন কান্তি নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব কান্তি নাথ। উদ্বোধক ছিলেন ডা. নির্মেলেন্দু দেবনাথ, সভাপতি শ্রী শ্রী চৈতন্যশ^র শিব বিগ্রহ মন্দির, বারশত। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন শিক্ষক মিননাথ নাথ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিংকু কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক, রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ-বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদ সাধারণ সম্পাদক সন্তোষ কুমার নাথ। লায়ন অজিত কুমারে নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক মিননাথ নাথ, প্রদীন চন্দ্র নাথ, অর্থ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদ। বিশেষ আলোচক ছিলেন মাস্টার মিল্টন দেব নাথ, মাস্টার, মধুসুদন দেব নাথ, মাস্টার সধীর দেব নাথ। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, এই সংগঠনের মূল লক্ষ ও উদ্দেশ্যে হচ্ছে দশবিদ সংস্কারের মাধ্যমে পূজা-অর্জনা, শ্রাদ্ধকার্য ও উপনয়ন প্রথা চালু, প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন পণ্ডিত-পুরোহিত তৈরী করা। অনুষ্ঠানে শিব গীতা পাঠন করেন প্রণমীতা দেবী, শিবস্তুতি পাঠ করেন রীমা দেবী, পলি দেবী, পাপড়ি দেবী, উর্মি দেবী, সঞ্চিতা দেবী।