1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
শবে বরাতে করণীয় ও বর্জনীয় - পূর্ব বাংলা
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপি নেতা বিপ্লব মাওলানা শাহ সুফি মুহাম্মদ জামাল উদ্দিন মমিন (রঃ) এবং কবরবাসী স্বরণে ১ম বার্ষিক দোয়া মাহফিল ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বায়েজিদ বোস্তামী ও মালেক শাহ (র.) ওরশ সম্পন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন ফোরকানিয়া মাদরাসা শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত  আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন ২৬৫ জন রোগীর ছানি অপারেশন করালেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়বো না: হান্নান মাসউদ

শবে বরাতে করণীয় ও বর্জনীয়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫৭৯ বার পড়া হয়েছে

কাউছার উদ্দীন মালেকী

সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ দ.’র প্রতি। আরবী মাসের অষ্টমতম মাস হচ্ছে শাবান। এটি খুবই বরকতময় ও তাৎপর্যপূর্ণ মাস। এ মাসে প্রিয় নবী দ. একটি দোয়া বেশিবেশি পড়তেন তাহলো, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রামাদান।’ অর্থাৎ ‘হে আল্লাহ! আপনি আমাদের জন্য শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন।” এ কল্যাণময় মাসটিতে তিনি বেশিবেশি রোজা রাখতেন। ইসলামের পাঁচটি ইবাদাত মন্ডিত রজনীর মধ্যে “লাইলাতুন নিসফি মিন শাবান” তথা শাবান মাসের মধ্যরজনী অর্থাৎ ১৪ তারিখ দিবাগত রাত, যেটি শবে বরাত নামে এ উপমহাদেশে বেশ পরিচিত। ফার্সি শব্দ শব তথা রাত, বরাত তথা ভাগ্য দুটো শব্দ নিয়ে গঠিত ভাগ্য রজনী। শাবান মাসের ১৪ তারিখের সূর্যাস্ত হতে সূর্যোদয়ের সময়কাল পর্যন্ত সময়টি হলো মূলত শবে বরাত। ইসলামী পরিভাষায় এ রাতকে বিভিন্ন শব্দে আখ্যায়িত করা হয়েছে, লাইলাতুল বরাত তথা বণ্টনের রাত, লাইলাতুল মুবারাকা তথা বরকতময় রাত, লাইলাতুর রহমা তথা করুণার রাত,লাইলাতুছ্ ছাক তথা সনদপ্রাপ্তির রাত। এ বিশেষ রজনীতে আল্লাহ তা’লা তাঁর রহমতের ধারা সৃষ্টিকূলের প্রতি নাযিল করেন যাতে সকলেই উপকৃত হতে পারেন। আবূ মূসা আল আশআরী রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ তা’লা মধ্য শাবানের রাতে আত্নপ্রকাশ করেন তথা সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তাঁর সৃষ্টির সকলকে ক্ষমা করেন (সুনানে ইবনে মাজাহ/১৩৯০, মিশকাতুল মাসাবিহ/১৩০৬)।” এ সহীহ হাদিস থেকে বুঝা যায় এ রাতের গুরুত্ব ও মর্যাদা অপরিসীম ও অতুলনীয়। সুনানে ইবনে মাজাহ ১৩৮৮ নং হাদিস, হজরত আলী রা. হতে বর্ণিত রাসূল দ. বলেছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমুহা অর্থাৎ রাতে কিয়াম (নামাজ, জিকির আজকার, তাসবিহ তাহলিল ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে পূর্ণরাত জাগ্রত থাকো) করো এবং দিনে রোজা রাখো। কেননা এ দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার নিকট ক্ষমাপ্রার্থী, আমি তাকে ক্ষমা করবো। কে আছো রিযিকপ্রার্থী আমি তাকে রিযিক দান করবো। কে আছো রোগমুক্তি প্রার্থনাকারী, আমি তাকে নিরাময় দান করবো। কে আছ এই প্রার্থনাকারী। ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এভাবে আহবান করেন। অর্থাৎ এ রাতে আল্লাহর দরবারে বান্দা যা প্রার্থনা করবেন তিনি তা কবুল করবেন। তবে বেদুইন ও হিংসুক ব্যতিত। পূর্ববর্তী মুরব্বি তথা কবরবাসীর জন্য মাগফিরাত কামনার শ্রেষ্ঠ রাত হচ্ছে এটি। হজরত আয়িশা রা. হতে রেওয়াতকৃত হাদিসে বলা হয়েছে, এ রাতে রাসূল দ. জান্নাতুল বাকিতে গিয়েছিলেন (সুনানে ইবনে মাজাহ ১৩৮৯)। বলা বাহুল্য যে, হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত রাসূল দ. এরশাদ করেন, কোন বান্দার অন্তরে ঈমান ও হিংসা একত্রিত হতে পারে না’ ( নাসাঈ হা/৩১০৯, সনদ হাসান)। অর্থাৎ একটি অন্তরে হয় ঈমান থাকবে, নয় হিংসা থাকবে। ঈমানদারের অন্তরে হিংসা থাকবে না, হিংসুকের অন্তরে ঈমান থাকবে না। মুমিন কখনো হিংসুক নয়, হিংসুক কখনো মুমিন নয়। অর্থাৎ পূর্ণ মুমিন নয়। হিংসুকের অন্তর থেকে সকল প্রকার হিংসা-বিদ্বেষ দূর করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলে তিনি অবশ্যই বান্দাকে রহমতের চাদরে আবদ্ধ করে নিবেন। চোখ বন্ধ করে, অন্তর নরম করে নিজকে অসহায় ভেবে দু’চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দুটি হাত তুলে কাকুতিমিনতি করে ক্ষমা প্রার্থনা করলে তিনি নিশ্চয়ই বান্দার প্রতি সদয় হবেন। আল্লাহ বলেন, ‘তোমরা ক্ষমা প্রার্থনা কর আল্লাহর কাছে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু’ (মুজাম্মিল ৭৩/২০)। তিনি আরোও বলেন, ‘আমার বান্দাদের জানিয়ে দাও যে, নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু’ (হিজর ১৫/৪৯)। হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত রাসূল দ. এরশাদ করেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও মাল-সম্পদ দেখেন না। বরং তিনি দেখেন তোমাদের অন্তর ও আমল’ (মুসলিম হা/২৫৬৪, মিশকাত হা/৫৩১৪)। উপরোক্ত হাদিস শরীফের আলোকে বলা যায়, শাবান মাসের এ মহিমান্বিত রজনী ইবাদাত বান্দেগীর রাত। আল্লাহর অফুরন্ত ধনভাণ্ডার হতে রহমত, বরকত, মাগফিরাত, ফজল ও রিযিক হাসিল করার সুবর্ণসুযোগ হচ্ছে এ রাত্রি । এ রাতটি উপমহাদেশে বিশেষভাবে উদযাপিন ও পালিত হয়। পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে হরেক রকমের হালুয়া, ফিরনি, রুটিসহ নানান খাবার তৈরি করার প্রচলন রয়েছে। এসব খাবার আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করা হয়। সন্ধ্যার পর অনেকে কবরস্থানে যান আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করতে। মসজিদ, মাদ্রাসা,খানকা ও কবরস্থানে ঝিলিক বাতি দিয়ে আলোকসজ্জিত করা হয়। এটি মূলত বাঙলার ঐতিহ্য ও সংস্কৃতি। এজন্য কবি নজরুল ইসলাম লিখেছেন, “এলো এলো শবে রাত, তোরা জ্বালরে বাতি হোক রওশন মুসলিম জাহানের অন্ধকার রাতি।” কবি নজরুল এখানে পাপাচারে নিমজ্জিত জাতিকে মুক্তি কামায় প্রার্থনা করতে বলেছেন।
এ দিনকে কেন্দ্র করে গরীব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কিংবা পরিবারের সকলে মিলে সুস্বাদু খাবার গ্রহণ করা রাসূল দ. এর সুন্নাত। কেননা রাসূল দ. বলেছেন, সর্বোত্তম ইবাদাত হলো মানুষকে খানা খাওয়ানো (মিশকাত)। শাবানের ১৪ তারিখ মাগরিবের আগে সমস্ত কাজকর্ম ও রান্নাবান্না শেষ করে বাদে মাগরিব থেকে ফজর পর্যন্ত ইবাদাতে মশগুল থাকা জরুরী। আতশবাজী ফুটানো,মোরগ লড়াই খেলা, গাড়ী বা পায়ে হেটেঁ সারা রাত মাজার জেয়ারত করে সময় নষ্ট করা ও আড্ডাবাজি করা যাবে না। এজন্য কবি গোলাম মুস্তফা লিখেছেন,”না জাগে আজিকে যদি এ জাত মিথ্যা তোমার ‘শবে-বরাত।’ মিথ্যা তোমার ভুবনে ভুবনে এত আয়োজন দান-করার। শবে-বরাতের রাত্রিতে আজি, চাহি নাকো শুধু ধন ও মান, সবার ভাগ্যে দিও যাহা খুশি- জাতির দিওগো মুক্তি দান।” এ রজনীতে মনপ্রাণ উজার করে প্রার্থনা করলে আল্লাহ পাপমোচন করে নবরূপে সুন্দর ব্যক্তিজীবন গঠনের সুযোগ করে দিবেন এবং আলোকিত মানুষ হওয়ার তৌফিক দান করবেন। আসুন, শবে বরাত নিয়ে সমাজে মতপার্থক্য সৃষ্টি না করে সকলকে ইবাদাত বান্দেগীতে উৎসাহিত করি। আল্লাহ তা’লা সকলকে দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুক। লাইলাতুন নিসফি মিন শাবান রাত্রিটি হোক সকলের জন্য পূর্ণ্যময় ও কল্যাণময়।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla