১৫ ফেব্রুয়ারি ২০২৩ইং পূবালী ব্যাংক লিমিটেড অনুমোদিত সিএলএস এজেন্ট খান ট্রেডিং কর্তৃক আয়োজিত গাড়ী ও আবাসন ব্যবসায়ীদের সাথে মত বিনিময় ২০২৩ আগ্রাবাদস্থ হোটেল সেন্ট মার্টিন কাকলী হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খান ট্রেডিং এর স্বত্তাধিকারী মোঃ অলিউল হক।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক বাশার গ্রুপের চেয়ারম্যান এন্ড সিইও আলহাজ্ব আবুল বশর আবু। বক্তব্যে তিনি বলেন, বন্দর নগরী চট্টগ্রাম ব্যবসায়ীদের জন্য অনেক ব্যবসা বান্ধব নগরী। মাননীয় প্রধান মন্ত্রী ঘোষিত ৪র্থ শিল্প বিপ্লব বাস্তবায়নের জন্য দেশের অর্থনৈতিক চালিকাশক্তি সমৃদ্ধ করতে ব্যবসায়ীদের আরও বেশি এগিয়ে আসতে হবে। পূবালী ব্যাংকের মতো অন্যান্য ব্যাংকগুলোও সহজ শর্তের ব্যাংকিং সেবা ও সুবিধা যথাযথভাবে ব্যবসায়ীদের কাছে পৌঁছিয়ে দিলে ব্যবসায় গতিশীলতা আরও বৃদ্ধি পাবে। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিবিএল চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন, চট্টগ্রাম উত্তর অঞ্চল আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আখতারুজ্জামান সরকার। খান ট্রেডিং এর স্বত্তাধিকারী মোঃ অলিউল হকের সমাপনি বক্তব্য ও আগত অতিথিগণের মধ্যহ্ন ভোজ গ্রহনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।