প্রাচীন সাহিত্য দর্শনের মধ্যে নাথ সাহিত্য একটি অন্যতম সাহিত্য। নাথ সাহিত্যের ঐতিহ্য বহন করে আবহনমান ভারতবর্ষে বাংলাভাষার উপর অনেক ইতিহাস রহিত হয়েছে নাথ সাহিত্যের উপর। বহুকাল ধরে বাংলাদেশে এই নাথ সাহিত্যের খ-িত কিছু অংশ বিভিন্ন কলেজ-বিশ^বিদ্যালয়ে পাঠদান করে আসছে। এই সাহিত্যের উপর বাংলাদেশে কোন লাইব্রেরী বা পাঠাগার ছিল না। গত কয়েক বছর ধরে নাথ সাহিত্য ও নাথ লাইব্রেরী গঠন কল্পে রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ-বাংলাদেশ’র উদ্যোগ গ্রহণ করা হয়।
এরই ধারাবাহিতকায় ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নগরীর আন্দরকিল্লাস্থ আহম্মদীয়া ভবনে নাথ সাহিত্য ও নাথ লাইব্রেরীর উদ্বোধন করা হয়। উক্ত নাথ সাহিত্য ও নাথ লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শ্রীশ্রী মহন্ত শিবনাথজী মহারাজ, মহন্ত কেয়ার ব্যঙ্ক মঠ, উডিশা ভারত, প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ, প্রধান উপদেষ্টা রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ-বাংলাদেশ’র, বিশেষ বক্তা ছিলেন প্রাণব কুমার নাথ, সাবেক এমএলএ, আসাম ভারত, লায়ন ডা. নারায়ন দেবনাথ, কর্ণধার রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল, হালিশহর, চট্টগ্রাম, মাস্টার বাদল চন্দ্র নাথ, সংগঠনের আহ্বায়ক পণ্ডিত বাদল কান্তি নাথ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক পিংকু কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব কান্তি নাথ, চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি সুনীল কান্তি নাথ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি পণ্ডিত রুপন কুমার নাথ, প্রণব কুমার নাথ, অমল দেবনাথ, রাজন কুমার নাথ, সত্যজিৎ দেবনাথ ও মহিলা সম্পাদিকা রিপু দেবীসহ অনেকে। উদ্বোধনী সভায় শিবনাথজী মহারাজ বলেন, বাংলাদেশে এই উদ্যোগকে স্বাগত জানাই। বাংলাদেশে আমি প্রথম দেখলাম নাথ সাহিত্য ও নাথ লাইব্রেরী স্থাপন করতে। বাংলাদেশের মানুষ যখন আমাকে ডাকবে সাথে সাথে আমি চলে আসব শুধু ধর্মের মর্মবাণী শুনাতে। আপনারা গুরু গোরো গোরক্ষ নাথের সৃষ্টিতত্ত ও গোরক্ষ নাথের বইতে যেমন সৃষ্টির তত্ত্বকথা রয়েছে তেমনি মানুষের মাঝে লাকায়িত ভাবনাগুলোর তত্ত্বকথা রয়েছে।