বাংলাদেশ পুলিশের ডিআইজি (উপ-মহাপরিদর্শক) পদ মর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
(১৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব নূর-এ-মাহবুবা জয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলি কর্মকর্তাদের মধ্যে- সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদকে এন্টি টেররিজম ইউনিটে, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মহা. আশরাফুজ্জামানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. মাহবুবুর রহামান ভূইয়াকে রেলওয়ে পুলিশে, এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি), রেলওয়ে পুলিশের ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি এবং ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. ইলিয়াছ শরীফকে সিলেট মহানগর পুলিশের কমিশনার করা হয়েছে।