চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা বন্দর নগরী চট্টগ্রামের সাথে সম্পৃক্ত উপ-শহর। হাটহাজারীর প্রান্তিক জনগণের কাঙ্খিত উন্নয়নের জন্য ৫ দফা উন্নয়নের লক্ষ্যে ২০২২-২০২৪ বর্ষের জন্য আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। আজ সকাল ১০ ঘটিকার সময় আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের অস্থায়ী কার্যালয়ে এক বর্ধিত সভা সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে সৈয়দ মোস্তফা আলম মাসুমকে নির্বাচিত করা হয়। কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ যথক্রমে মুহাম্মদ জয়নাল আবেদন, মুহাম্মদ আবুল বশর চৌধুরী, মুহাম্মদ একরামুল হক, মুহাম্মদ ইমরান হোসেন, জিংকু বড়ুয়া, শাওন মুৎসুদ্দী, অজয় কুমার দে, শান্তানু চৌধুরী পলাশ, সালেহ আহমদ চৌধুরী, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ জিয়াউদ্দিন, মুহাম্মদ আলী, আলী আজগর রুবেল, আজিজ উদ্দিন হিমেল, মুহাম্মদ জানে আলম, মোঃ ইসহাক, মুহাম্মদ আলী মুরাদ, জান্নাতুল ফেরদৌস, রোকেয়া আমিন, সাদাত আনোয়ার সাদী, প্রবাসী সদস্যদের মধ্যে মুহাম্মদ টি হোসেন (স্পেন), মুহাম্মদ জামাল উদ্দিন (ওমান), মুহাম্মদ সালাহউদ্দিন (আরব আমিরাত), মুহাম্মদ কামরুল ইসলাম (সৌদিআরব), মুহাম্মদ নুর মোস্তফা (কাতার), মুহাম্মদ মুছা চৌধুরী (যুক্ত রাজ্য), আব্দুল্লাহ আল ফারুক (যুক্ত রাষ্ট্র), মুহাম্মদ হারিচ চৌধুরী (ইতালী), ফেরদৌস আকতার (বেলজিয়াম), আব্দুল্লাহ আল হারুন (কানাডা) প্রমুখ।
এ সংগঠনের মূল লক্ষ ও উদ্দেশ্য যথাক্রমে হাটহাজারী সার্বিক উন্নয়ন। উন্নয়নের ৫ দফাগুলো যথাক্রেমে ঃ প্রথমত ঃ শিক্ষার উন্নয়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিষয়ে নতুন শিক্ষাবর্ষে স্থানীয় কোটায় কমপক্ষে ২ জন ছাত্র/ছাত্রীর ভর্তির সুযোগ, হাটহাজারী কৃষি ইনস্টিটিউটকে হাটহাজারী কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়, কাটির হাট উচ্চ বিদ্যালয়, মির্জাপুর উচ্চ বিদ্যালয়, কেএস নজুমিয়া উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের অন্তর্ভুক্তকরণ, এনায়েতপুর থেকে সরকার হাটের মধ্যবর্তী স্থানে একটি পূর্ণাঙ্গ কলেজ প্রতিষ্ঠান। দ্বিতীয়তঃ সকল ধর্মের, বর্ণের, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সহ অবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা। তৃতীয়তঃ অক্সিজেন থেকে নাজিরহাট পর্যন্ত, হাটহাজারী থেকে সত্ত্বারঘাট পর্যন্ত, কাপতাই রাস্তার মাথা থেকে মদুনাঘাট পর্যন্ত মূল সড়কের সাথে উপ-সড়ক ও নালাগুলোর অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ সম্পন্ন করণ। মদুনাঘাট হইতে নাজিরহাট পর্যন্ত হালদা নদীর পশ্চিমাংশ বেড়ি বাঁধ নির্মাণ। চতুর্থতঃ নাজিরহাট কলেজ মাঠ, কাটিরহাট মাঠ, মির্জাপুর মাঠ, হাটহাজারী মাঠ, ফতেয়াবাদ মাঠ, কুয়াইশ কলেজ মাঠকে খেলার মান উপযোগি করে মিনি স্টেডিয়াম নির্মাণ এবং হাটহাজারীতে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করণ। পঞ্চমতঃ হাটহাজারী সদর স্বাস্থ্য কমপ্লেক্সে দুইশত শর্য্যা বিশিষ্ট, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ত্রিশ শর্য্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করণ এবং একটি ডায়বেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করণ, হাটহাজারীর প্রেস ক্লাবের আধুনিকায়ন, হাটহাজারীর স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা এবং হাটহাজারীর প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ।