1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
ইনটেলিজেন্ট গাড়ি তৈরির স্মার্ট সরঞ্জাম আনল হুয়াওয়ে - পূর্ব বাংলা
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপি নেতা বিপ্লব মাওলানা শাহ সুফি মুহাম্মদ জামাল উদ্দিন মমিন (রঃ) এবং কবরবাসী স্বরণে ১ম বার্ষিক দোয়া মাহফিল ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বায়েজিদ বোস্তামী ও মালেক শাহ (র.) ওরশ সম্পন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন ফোরকানিয়া মাদরাসা শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত  আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন ২৬৫ জন রোগীর ছানি অপারেশন করালেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়বো না: হান্নান মাসউদ

ইনটেলিজেন্ট গাড়ি তৈরির স্মার্ট সরঞ্জাম আনল হুয়াওয়ে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৪১২ বার পড়া হয়েছে

 

ঢাকা, ২১ এপ্রিল, ২০২১

কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সরঞ্জাম ও সমাধান নিয়ে আসার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি অটো সাংহাই ২০২১ -এ ‘ফোকাসড ইনোভেশন ফর ইনটেলিজেন্ট ভেহিকেলস’ শীর্ষক অনুষ্ঠানে হুয়াওয়ে এই ঘোষণা দেয়।

অত্যাধুনিক বুদ্ধিমত্তাসম্পন্ন গাড়ি ও এর সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে উল্লেখযোগ্যভাবে সাহায্য করবে এসব সমাধান। পাশাপাশি চীনের অটোমেটিভ খাতের প্রযুক্তিগত উন্নয়নে এবং জ্বালানিসাশ্রয়ী ও স্বয়ংক্রিয় গাড়ি চালনার ক্ষেত্রে পথিকৃৎ হতেও সহায়তা করবে হুয়াওয়ের এসব পণ্য। এই পদক্ষেপকে হুয়াওয়ে নিজের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সফলতার কৌশল হিসেবে বিবেচনা করছে। তাই এক্ষেত্রে, অত্যাধুনিক ও স্বতন্ত্র ড্রাইভিং ব্যবস্থার বিকাশ, বিশেষ করে স্বয়ক্রিয় ড্রাইভিং সফটওয়্যার উন্নয়নে ধারাবাহিকভাবে বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

এ বছর হুয়াওয়ে পাঁচ হাজার জনের বেশি জনবল নিয়ে একটি দল গঠন করবে, যারা বুদ্ধিমত্তাসম্পন্ন অটোমেটিভ কম্পোনেন্ট এর গবেষণা ও উন্নয়নে নিবেদিতভাবে কাজ করবে এবং এ খাতে হুয়াওয়ে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। হুয়াওয়ে এই অটোমেটিভ খাতের প্রযুক্তিগত উদ্ভাবনের বিষয়ে সবসময়ই জোর দিয়ে আসছে কারণ পণ্যের সক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে গ্রাহকদের উন্নত পণ্য ও ড্রাইভিং অভিজ্ঞতা দান করাই এর লক্ষ্য। আর একারণে ইউরোপ, জাপান ও চীনে হুয়াওয়ের আরঅ্যান্ডডি (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) সেন্টারে অনেকদিন থেকেই মেধাবী ইঞ্জিনিয়ারগণ কাজ করে আসছে।

এ নিয়ে হুয়াওয়ের ইনটেলিজেন্ট অটোমেটিভ সল্যুশন বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট উইলিয়াম ওয়্যাং বলেন, “উন্নত প্রযুক্তি ও বুদ্ধিমত্তা সম্পন্ন গাড়ি আরও উপভোগ্য ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করবে; এবং এ গাড়ি নির্মাণে হুয়াওয়ের প্রযুক্তিগত সক্ষমতার সাথে গাড়ি নির্মাতাদের গাড়ি নির্মাণে সক্ষমতার সমন্বয় করাই হুয়াওয়ে ইনসাইডের লক্ষ্য”।

অটো সাংহাই ২০১৯ -এ হুয়াওয়ে বুদ্ধিমত্তাসম্পন্ন বাহনের ক্ষেত্রে অটোমেটিভ কম্পোনেট খাতে প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এবং বিগত দুই বছরে হুয়াওয়ে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতাদের সাথে কাজ করেছে। এ বছর হুয়াওয়ের ইনটেলিজেন্ট কম্পোনেন্ট ব্যবহার করে বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ মডেল উন্মোচিত হবে যার মাধ্যমে শুরু হবে হুয়াওয়ের স্মার্ট অটোমেটিভ সল্যুশনের বাণিজ্যিকীকরণ।

অপটিক্যাল টেকনোলজি ও শীর্ষস্থানীয় ভবিষ্যতমুখী প্রযুক্তি নিয়ে বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে হুয়াওয়ে হাই-পারফরমেন্স এ-আর এইচইউডি চালু করেছে। ১০ এল এ-আর এইচইউডি একটি সাধারণ উইন্ডশিল্ডকে ৭০-ইঞ্চি এইচডি স্ক্রিনে পরিণত করতে পারে এবং ব্যবহারকারীর চোখ নড়াচড়া পর্যবেক্ষণ করে প্রজেকশন এরিয়া সমন্বয় করতে পারে। এর অনন্য ভিজ্যুয়াল আইডেন্টিফিকেশন ও এআই সক্ষমতা দেখার ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা নিশ্চিত করবে, পাশাপাশি গাড়ি চালনায় সহায়তা করবে।

ট্রেডিশনাল এমএমওয়েভ রাডারের সুপিরিয়র ডিসট্যান্স ও ভেলোসিটি মেজারমেন্ট সক্ষমতা ব্যবস্থাপনার পাশাপাশি ফোরডি ইমেজিং রাডার উদ্ভাবনী নন-লাইন-অব-সাইট (এনএলওএস) সেন্সিং স্ট্রেন্থ প্রদান করবে। বাইরের আলোর অবস্থা ও খারাপ আবহাওয়া নির্বিশেষে কাজ করবে এ প্রযুক্তি। এছাড়াও, হুয়াওয়ে ফোরডি ইমেজিং রাডারের রেজ্যুলেশন অনেক বেশি এবং এটি আরও বিস্তৃত সীমায় বস্তুর উপস্থিতি শনাক্ত করতে পারবে।

এ শিল্পখাতের সর্বোচ্চ কম্পিউটিং পাওয়ার নিয়ে এমডিসি ৮১০ বুদ্ধিমত্তাসম্পন্ন ড্রাইভিং কম্পিউটিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এমডিসি কোর ও সম্পূর্ণ টুলচেইন থাকার ফলে এমডিসি ৮১০ ট্র্যাফিক জ্যাম পাইলট (টিজেপি), হাইওয়ে পাইলট (এইচডব্লিউপি) এবং অটো ভ্যালেট পার্কিং (এভিপি) -এর মতো উচ্চস্তরের স্বয়ংক্রিয় ড্রাইভিং ফাংশন ব্যহারের সুযোগ তৈরি করবে। ওপেন ও স্ট্যান্ডার্ডাইজড প্ল্যাটফর্ম হুয়াওয়ে এমডিসি’র লক্ষ্য বুদ্ধিমত্তাসম্পন্ন ড্রাইভিং শিল্পখাতের প্রবৃদ্ধি ত্বরাণ্বিত করা।

পণ্য উন্মোচনের সময় হুয়াওয়ে আনুষ্ঠানিকভাবে এর অত্যাধুনিক এইচডি ম্যাপ ক্লাউড সার্ভিস ক্যাপাবিলিটি ও রোডম্যাপ সম্পর্কে ঘোষণা দিয়েছে। বর্তমানে, ইলেকট্রনিক নেভিগেশন ম্যাপ তৈরিতে এবং কম্প্রিহেনসিভ এইচডি ম্যাপ ডাটা কালেকশন ও ম্যাপিং সক্ষমতা বিকাশে হুয়াওয়ে গ্রেড-এ সার্ভেয়িং ও ম্যাপিং দক্ষতা অর্জন করেছে।

চার বছর গবেষণা ও উন্নয়নের পর হুয়াওয়ে গাড়ির জন্য বুদ্ধিমত্তাসম্পন্ন থার্মাল ম্যানেজমেন্ট সল্যুশন নিয়ে এসেছ। ইন্টিগ্রেটেড ডিজাইন, সেন্ট্রালাইজড কম্পোনেন্টস ও কন্ট্রোল ফাংশনের মাধ্যমে হুয়াওয়ে টিএমএস জ্বালানি সাশ্রয়ে শতভাগ উন্নতি, ক্যালিব্রেশন এফিসিয়েন্সি ও ব্যবহারকারীর অভিজ্ঞতায় ৬০ শতাংশ উন্নতি অর্জন করেছে।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla