1. admin@purbobangla.net : purbobangla :
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি আসছে : অলি আনোয়ারা সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ, জিম্মি দুইশত পরিবার সীতাকুণ্ডে কুমিরা ঘাট দিয়ে পালাচ্ছে রোহিঙ্গারা, খবর পেয়েও আটক করেনি নৌ পুলিশ ৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো বায়েজিদে টোকেন বাণিজ্য নিষিদ্ধ অটোরিক্সা অবাধেই চলছে ট্রাফিক পুলিশ চাঁদা পেয়েই নিরব ১১ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য ডবলমুরিং- এ ভুয়া নারী পুলিশ কনস্টেবল আটক বিএসসি মর্যাদা পাওয়া নিয়ে আইইবি’ বিরুপ প্রতিক্রিয়া অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য – আইডিইবি সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন দিয়ে কে আর অক্সিজেন পুরাতন কুমারী খাল ভরাট করছে একজন মন্ত্রী সমর্থিত আরেকজন এমপি সমর্থিত আর আমি হচ্ছি সাধারণ জনগণ সমর্থিত- তৌহিদ 

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মনগড়া মনোনয়ন বোর্ড ? নাঙ্গলকোটে আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীর দামামা বাজছে!

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা
দলীয় প্রার্থী মনোনয়নে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে একটা মনোনয়ন বোর্ড রয়েছে কিন্তু কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগ সভাপতি সরকারের অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে উপজেলা আওয়মী লীগ ও যুবলীগের ১১জন নেতাকে নিয়ে মনগড়া একটা মনোনয়ন বোর্ড গঠন করেছে। এ বোর্ড আসন্ন ইউপি নির্বাচনে নাঙ্গলকোট উপজেলার ৮ ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনীত করেছে! যাদেরকে নিয়ে মনোনয়ন বোর্ড গঠন করেছেন তারা হলেন, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু, ভাইস চেয়ারম্যান ইউসুফ, মেয়র মালেক, প্রফেসর জয়নাল, অধ্যক্ষ সাদেক হোসেন, মেয়াদের আগেই বিলুপ্ত উপজেলা আওয়ামী লীগ কমিটির সাবেক সভাপতি রফিকুল হোসেন ও সেক্রেটারি অধ্যক্ষ আবু ইউসুফ, আবু বক্কর ছিদ্দিক আবু, আবুল খায়ের আবু , বাছির চেয়ারম্যান ও করিম চেয়ারম্যান । উল্লেখ্য, মনোনয়ন বোর্ডের দুইজন সদস্য ছাড়া বাকি নয়জনই অনুষ্ঠিতব্য নির্বাচনী ৮ ইউনিয়নের বাহিরের । যেমন পাঁচজন নাঙ্গলকোট পৌরসভার, দুইজন মৌকরা ইউনিয়নের, দুইজন ঢালুয়া ইউনিয়নের । এ বিতর্কিত মনোনয়ন বোর্ড স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের মতামত না নিয়ে মনগড়া নিজেদের পছন্দের প্রার্থী মনোনীত করায় মনোনয়ন বোর্ড এর কর্মকান্ড নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ফলে সকল ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীর দামামা বাজছে । যেমন, আদ্রা ( দঃ) ইউপিতে হাইব্রিড ইউসুফ, আদ্রা ( উঃ) অপরিচিত জনৈক রতন । জোড্ডা ( পঃ ) পুরান মাসুদ, জোড্ডা ( পূঃ ) বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী নূরুল আফসার, দৌলখাঁড়ে রাজাকারের ওয়ারিশ ও আঁচার ব্যবসায়ী এস আর বাবলু ওরফে চানাচুর বাবলু, বটতলীতে অশিক্ষিত রোগা জলিল, রায়কোট (উঃ) পুরাতন রফিক ও রায়কোট ( দঃ ) কালাম ভূঁইয়া । অভিযোগ উঠেছে মনোনয়ন বোর্ড তাদের পছেন্দর লোকদের মনোনীত করেছে । (১ ) বটতলী ইউনিয়নে ক্লিন ইমেজের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি মাঈন উদ্দিন তালুকদার মিন্টু, জগন্নাথ বিশ্বাবদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জহিরুল হক মিন্টু ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওমর ফারুক মামুনকে বিবেচনা না করে রোগাক্রান্ত সাবেক মেম্বার জলিলের মনোনয়ন পাওয়া নিয়ে বিতর্ক চলছে । ফলে এখানে একাধিক বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা দেখা দিয়েছে। (২ ) জোড্ডা (পঃ ) ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল হক গতদফা দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন । এবার আশায় ছিলেন । কিন্তু মনোনয়ন বোর্ড তার প্রত্যাশাকে আমলে না নিয়ে অজ্ঞাত কারণে আবারও বর্তমান চেয়ারম্যান মাসুদকে মনোনয়ন দিয়েছেন । ফলে এখানে আবদুল হক সহ অন্যান্য প্রত্যাশীরা স্বতন্ত্র প্রার্থী হবার প্রস্তুতি নিচ্ছেন । ( ৩ ) জোড্ডা পূর্ব ইউনিয়নে মনোনয়ন বোর্ড নূরুল আফসারকে মনোনীত করেছেন।শুনা যাচ্ছে বর্তমান চেয়ারম্যান মেনে নিচ্ছে না। ইতিমধ্যে তিনি স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন। এছাড়া সাবেক ছাত্র নেতা শাহজাহান সাজুও বিদ্রোহী প্রার্থী হবার গুঞ্জন রয়েছে। (৪) দৌলখাঁড় ইউনিয়নে মনোনয়ন বোর্ড যাকে মনোনীত করেছে তাকে নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। তার পিতার বিরুদ্ধে অভিযোগ তিনি স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধাপরাধে যুক্ত ছিলেন। বিষয়টা আগে ধাপাচাপা থাকলেও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে তা ফলাও হয়। এছাড়া বাবলু’র বিরুদ্ধে আরও অভিযোগ ২০০৮ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার সাথে সাথে নিজ গ্রাম দেওভান্ডারে বিদ্যুৎ দেয়ার কথা বলে লাখ লাখ টাকা প্রতারণা করে আত্মসাৎ করেছে। যাহা বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি একগ্রামে একাই আওয়ামী লীগ ! এবং তাহার আপন মামা খন্দকার আবদুল গোফরান চেয়ারম্যানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল। আবার তার আপন মামাতো ভাই খন্দকার মোঃ ইসহাক নোয়াখালী জেলা জামায়াতে ইসলামের আমির ! সুতরাং তার মনোনয়ন কেউ মানছে না। ফলে এখানে বর্তমান চেয়ারম্যান কালাম সহ আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থীর খবর পাওয়া যাচ্ছে। (৫) আদ্রা দঃ ইউপিতে হাইব্রীড ব্যবসায়ী ইউসুফকে মনোনীত করায় বর্তমান চেয়ারম্যান সহ একাধিক বিদ্রোহী প্রার্থীর নাম শুনা যাচ্ছে। (৬) আদ্রা উঃ ইউপিতেও রতন নামের অপিরিচিত একজনকে মনোনীত করার বর্তমান চেয়ারম্যান সহ আওয়ামী ঘরানার একাধিক প্রার্থী রয়েছে। (৭) রায়কোট দঃ ইউপিতে মনোনীত হয়েছেন আবুল কালাম ভূঁইয়া। বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ, এলাকায় প্রচার রয়েছে তিনি পরিষদ চালাতেন আদম বেপারী লোকমান শাহ’র হুকুমে ? তাই তাকে মনোনয়ন বিবেচনায় আনেনি মনোনয়ন বোর্ড এর একাংশ। অপর অংশ এথন তাকে বিদ্রাহী প্রার্থী হবার উৎসাহ দিচ্ছে। তার বিদ্রোহী প্রার্থীতার খবর প্রচারিত হলে অন্যান্যরাও নড়েচড়ে উঠছেন। (৮) রায়কোট উঃ ইউপিতে বর্তমান চেয়ারম্যান মাস্টার রফিককে এবারও মনোনীত করায় মানছেন না অন্যা্ন্য প্রার্থীরা । মনোনয়ন বঞ্চিত ছেরাজুল হক সহ একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দিয়েছে। ফলে আসন্ন ইউপি নির্বাচনে নাঙ্গলকোটে আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীর দামামা বাজছে।
Seen by Jamal Uddin Swopon at Sunday 12:24
Enter
Write to Jamal Uddin Swopon
শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla