ধর্মীয় বিষয় নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলাটি করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ মিসির ।মঙ্গলবার ২০ এপ্রিল রাতে চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করা হয় ।
এজাহারে বাদি আজিজ মিসির অভিযোগ করেন, ভিপি নূর ব্যক্তিগত আইডি থেকে ফেসবুক আইডি থেকে লাইভে এসে ধর্মীয় বিষয় নিয়ে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ মানহানিকর মন্তব্য প্রকাশ, আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য প্রদান করেছেন।