মিনহাজ বাঙালী
১৭ অক্টোবর চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় জেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর একান্ত সচিব তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরী।
৭ অক্টোবর লোহাগাড়া উপজেলার চুনতিতে প্রসিদ্ধ আউলিয়া মসজিদে সকল চেয়ারম্যান গণদের সাথে নিয়ে জুমার নামাজ আদায় করে দোয়া কামনা এবং আউলিয়াদের কবর জেয়ারত করে দোয়া চেয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী এরফানুল করিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন, চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, কলাউজান ইউপির চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুুহাম্মদ আরিফুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ,দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এসএম আবদুল জব্বার,সদস্য নুরুল আলম জিকু, লোহাগাড়া উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুুহাম্মদ হুমায়ন কবির, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ,কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মুহাম্মদ হামিম হোসাইন রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা। জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী এরফানুল করিম চৌধুরী সকলের কাছে দোয়া চেয়েছেন এবং সকল জনপ্রতিনিধিদের কাছ থেকে ঘুড়ি প্রতীকে ভোট চেয়েছেন।