চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং থেকে ৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সিভিল অ্যাভিয়েশনের এক ট্রলিম্যানকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট অবতরণের পর এনএসআই ও এপিবিএন অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করে।ওই স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৩২ লাখ টাকা।
বিমানবন্দর সূত্র জানায়, বিমান বন্দরের ভেতর থেকে স্বর্ণের বারগুলো পার্কিংয়ের আসার মো. ইসমাইল নামের এই ট্রলিম্যানকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় ট্রলি থেকে ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আটক ইসমাইলের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মিরের হাট এলাকায়।