আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউআরজিসি’র উদ্যোগে ও মানবাধিকার ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের লক্ষে সপ্তাহব্যাপী সৃজনশীল প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান ২০ আগষ্ট সকাল ১১টায় দুই শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে অক্সফোর্ড মডার্ন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিআরবি’র ডিজিএম মোহাম্মদ শাহজাহান আলী প্রধান অতিথি, সাবেক চারবারের সফল কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী উদ্বোধক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউআরজিসি’র গ্লোবাল অ্যাম্বাসেডর মতিউর রহমান সৌরভ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাসেম ও সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন। বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল নুরুল আলম, ভাইস প্রিন্সিপাল মৌসুমী দত্ত, মানবাধিকার ফাউন্ডেশনের সহসাংগঠনিক সম্পাদক নারী নেত্রী জয়া চৌধুরী ও আফিসা নাহার,ফাহমিদা চৈতী, শুভাগতা মুৎসুদ্দি সহ অন্যান্য।
অপরদিকে বিকেল ৫টায় হালি শহর কে ব্লকে অবস্থিত তানজিমুল উম্মাহ হিফয মাদ্রাসায় হামদ/ নাত ও তিলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শতাধিক প্রতিযোগি।এই কেন্দ্রের অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে শানিমা গ্রুপের ব্যাবস্হাপনা পরিচালক এস এম সাহাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মসূচি উদ্বোধন করেন
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার গ্লোবাল অ্যাম্বাসেডর মতিউর রহমান সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার এস এম ট্রেড লিমিটেডের ব্যাবস্হাপনা পরিচালক লায়ন খন্দকার কছির উদ্দিন,বাংলাদেশ আধুনিক মেডিকেল সার্ভিস সেন্টার লিঃ এর পরিচালক লায়ন মোখলেছার রহমান ও শানিমা গ্রুপের পরিচালক মোঃ নেজাম উদ্দিন।
সপ্তাহব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ২ শতাধিক ছাত্রছাত্রীকে আগামী ১ সেপ্টেম্বর বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।