আনোয়ারা থানার ৩ নং রায়পুর ইউনিয়নের খোর্দ গহিরা ছিপাতলী ঘাটের আমির আলী মাঝির বাড়ীর মৃত আহাম্মদ মিয়া ও মাতা-মাবিয়া খাতুনের ছেলে আহামদুর রহমান (৫০) দীর্ঘ ৬ বছর ধরে নিখোঁজ রয়েছে।
সে একজন মানসিক প্রতিবন্ধী, তবে কথা বলতে পারে এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার উচ্চতা-৫ ফুট-২ ইঞ্চি। গায়ের রং-কালো। শ্মশ্রুমন্ডিত, সবসময় লুঙ্গি ও পাঞ্জাবী, হাজীর রুমাল পরিহিত থাকে এবং হাতে সব সময় তছবিহ থাকে। মাঝারী মানের শরীরিক গঠন।তার সন্ধান চেয়ে থানায় ডায়েরী করা হয়।ডাইরি নং ৪৮০ তারিখ ১১/০৪/২০১৭
সন্ধান প্রার্থী
মোহাম্মদ হাসান
পিতা মৃত আবদুল সলিম
০১৮৪৫ ০১৮১৬৫