বসুন্ধরা আবাসিক এলাকায় মাটি প্রপার্টিজ লিমিটেড নির্মিত বেলানীল ফ্ল্যাট মালিক সমবায় সমিতির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে । ১৩ আগস্ট শনিবার বিকেল ৫ টায় পদ্মা ব্যাংক ও প্রাইম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ক্যাপ্টেন শাহানাজ জাহান (অব.), সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক, কোষাধ্যক্ষ ইয়াসিন আরাফাত, দপ্তর সম্পাদক জনাব সাঈদ বিন রউফ, ক্রীড়া সম্পাদক এ কে এম আশরাফ উদ্দিন এবং সদস্য শামীমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞ আইনজীবি জনাব এমদাদুল হক।
সভায় বেলানীলের বিভিন্ন ধরনের কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয় এবং সমিতি পরবর্তীতে কি কি কর্মকন্ড পরিচালনা করবে তার একটি রূপরেখা তৈরী করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সমিতি সকল মালিকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।