বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত পীযুষ কুমার চৌধুরীর সভাপতিত্বে সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভা শেষে অস্বচ্ছল উদ্যোগী মহিলাদের মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।