বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার ইনস্টিটিটে দিনভর ব্যাপক কর্মসূচি গভীর শ্রদ্ধায় পালিত হবে। কর্মসূচিতে রয়েছে শহিদদের স্মরণে কোরআন খানি, মিলাদ মাহফিল, শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, খাবার বিতরণ প্রভৃতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এম.এ. সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাঈনুদ্দিন, দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ ইদ্রিছ, জাহাঙ্গীর আলম সিএনসি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শামসুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়ব। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান। সভাপতিত্ব করবেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ।
অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।