নগরীর আছদগঞ্জস্থ ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শোহাদায়ে কারবালা স্মরণে আলোচনা সভা ৩১ জুলাই রবিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ এর চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী। উদ্বোধক ছিলেন উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীন ইসলামের জন্য আহলে বায়তে রাসূল (দ.) তথা নবী পরিবারের আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে আছে। তাঁদের আত্মত্যাগের সিঁড়ি বেয়ে দ্বীন ইসলাম আজ বিশ্বব্যাপী প্রসারিত হয়েছে। বক্তারা দ্বীনি ও আধুনিক শিক্ষা বিস্তারে ছোবহানিয়া আলিয়া মাদ্রাসা যুগান্তকারী ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন। এতে আলোচক ছিলেন সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ মতিউল ইসলাম, অধ্যাপক মাওলানা মুহাম্মদ নূরুল আবছার, অধ্যাপক মুহাম্মদ শাহজাহান। সঞ্চালনা করেন মুহাম্মদ জাহেদ হোসেন। অনুষ্ঠানে মাদ্রাসার হামদ্, না’ত, উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ। খতমে কোরআন, তাহলিল, জেয়ারত ও মিলাদ কিয়াম শেষে দেশ-জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মুনাজাত করা হয়। মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।