৪ নং কোঁলাগাও ইউনিয়ন শাপলা কুঁড়ির আসরের দ্বি-বার্ষিক সম্মেলন সম্প্রতি সম্পন্ন হয়।এতে পশ্চিম পটিয়া শাপলা কুঁড়ির আসরের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এর সভাপতিত্ব করেন।
এই সম্মেলনে উদ্বোধক করেন পশ্চিম পটিয়া শাপলা কুঁড়ির আসরের সম্মানিত সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ আয়েছ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম পটিয়া শাপলা কুঁড়ির আসর সম্মানিত উপদেষ্টা মো কাসেম রাসেল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোঁলাগাও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম পটিয়া শাপলা কুঁড়ির আসর সাধারণ সম্পাদক এইচ এম নেজাম উদ্দীন।
অনুষ্ঠান সঞ্চালন করেন পশ্চিম পটিয়া শাপলা কুঁড়ির আসরের ক্রীড়া সম্পাদক সালসা উলফাত আইমান।
আরোও উপস্থিত ছিলেন শাহারিয়া খান ইমন, মোজাহিদুল ইসলাম হোসেন, আমিনুল হক রনি, মোঃ মনজুর,জুবাইদ, জাহিদুল ইসলাম, আরাফাতুল ইসলাম নয়ন, মোঃ আকাশ, মোঃ জিসান, মোঃ রহিম, মোঃ মাহবুব, মোঃ শাহাদাত হোসেন, মোঃ এমদাদুল হক,মোঃ হাসান আহমদ,বাবু, ইফতেখার আলম অপু,মাহবু আলম, আহম্মেদ সোহেল, মোঃ জুয়েল, তৃষান চৌঃ, আবদুল মান্নান রানা, ফাহিম মোনতাছিন জিসান, রাশেদুল ইসলাম, মেহেদী হাসান, মোঃ ইকবাল হোসেন,মোঃ ফরসাল, সাদেক, সাকিবসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা মোঃ আয়েছ বলেন – কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশকে অস্তিত্বিশীল করার চেষ্টা চালাচ্ছে তাদের গুজবে কান না দেওয়া জন্য তিনি আহবান জানান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে বিশ্বের অনেক দেশ জ্বালানি সংকটে পড়েছে সে হিসেবে আমাদের দেশ অনেক ভাল আছে।
প্রধান অতিথি পশ্চিম পটিয়া শাপলা কুঁড়ির আসরের উপদেষ্টা মোঃ কাশেম রাসেল ভবিষ্যৎতে শাপলা কুঁড়ির আসরের সাথে সার্বাক্ষণিকভাবে থেকে সাহায্য সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।