বাংলাদেশ ইসলামী যুবসেনা কোতোয়ালী থানা শাখার অর্থ সম্পাদক সৈয়দ মুহাম্মদ মাঈনুদ্দীনের পিতা আলহাজ্ব সৈয়দ আব্দুল মালেক মাইজভান্ডারী (৭৪) গত ২১ জুলাই বৃহস্পতিবার ভোর ৪টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মিয় স্বজন রেখেযান। মরহুমের নামাজে জানাজা ঐদিন বাদে জোহর চন্দনাইশ দক্ষিণ গাছবাড়িয়া সৈয়দ মুহাম্মদ পাড়া শাহী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম জেহাদী, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, যুবসেনার সভাপতি জামাল উদ্দিন, সাধারন সম্পাদক মহিউদ্দিন, কোতোয়ালী থানার সভাপতি মুহাম্মদ তৈয়্যব শোক প্রকাশ করেন।