১৫ আগস্ট বাঙ্গালী জাতির ইতিহাসে এক ভয়াবহ শোকাহত দিন। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নির্মম হত্রাকাণ্ডের দিন এই ১৫ আগস্ট। ঘাতকেরা বাঙ্গালী জাতির অস্তিত্ব বিলিনের জন্য দেশ ও বিদেশীয় ষড়যন্ত্রের এই রকম রাষ্ট্রীয় সন্ত্রাস করে গোটা বিশ্বের কাছে আমাদেরকে করেছ নেতৃত্বহীন, হেয় ও মর্যদাহীন। ১৫ আগস্ট ২২ এই দিনেকে কেন্দ্র করে সাপ্তাহিক পূর্ব বাংলা বিশেষ সংখ্যা প্রকাশ করবে। এ ব্যাপারে সকল লেখক, কলাকৌশলী, সংবাদদাতা , সম্মানিত বিজ্ঞাপন দাতাসহ সকল মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। – বার্তা-সম্পাদক