ক্রীড়া প্রতিবেদন
নগরীর পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ড টিএসপি কমপ্লেক্স সেকেন্ডারি স্কুল মাঠে টি২০টুনামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টার সময় টি২০ টুনামেন্ট খেলার আয়োজন করেন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি।
খেলায় উপস্থিত ছিলেন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির হেড কোচ শাহরিয়ার বিন রুবেল, চট্টগ্রাম কিংস ক্রিকেট একাডেমির হেড কোচ লিটন এবং সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুঃবাবুল হোসেন বাবলা, দৈনিক সরেজমিনের প্রতিনিধি রিয়াজ উদ্দিন । টসে জয় লাভ করে কিংস একাডেমি কে ব্যাটিং এ পাঠায় বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি ।
চট্টগ্রাম কিংস ক্রিকেট একাডেমি ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১০ রানের টার্গেট দেন। হাসান ৬৫, তামিম ১৫, আহেন ১০ করেন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম ৩, ওমর ফারুকও জাকারিয়া ২ টি করে উইকেট নেয় । ১১০ রানের জবাবে কিংস তাদের নিয়ন্ত্রীত বোলিং ও ফিল্ডিং এর মাধ্যমে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি কে ২০ ওভারে ১০/৯৭ রানের মধ্যে আটকে ফেলে।
বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি এর হয়ে শোভন ১৮, ফারুক ১০ মিরাজ ৭, শরিফুল ইসলাম ৮, ফয়সাল ১০, তারেক ৬, সামিউজ্জামান ৭ নয়ন ২ আকাশ ২ , রিয়াদ ৪ রান করেন এবং কিংস এর বান্ন ৪ টি ও হাছান ৩ টি উইকেট নেন, । কিংস এর হাছান প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে পুরস্কার বিতরণে ট্র্যাক ক্রিকেট একাডেমি প্রধান নিবাহী ও হেড কোচ শাহরিয়ার বিন রুবেল ও কিংস ক্রিকেট একাডেমি হেড কোচ লিটন তুলে দেন ।