রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘের চট্টগ্রাম-বাংলাদেশ’র উদ্যোগে নগরীর লাভলেইনস্থ হলরুমে এক মতবিনিময় সভা গত ২৮ মে বাদল কান্তি নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্যবিদ্যা প্রচার পরিষদ ঢাকা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ। সভায় বিশেষ অতিথি ছিলেন প্রফেসর তপন কান্তি নাথ, পন্ডিত মিলন কান্তি নাথ, পন্ডিত অরুন কান্তি দেবনাথ, সাংবাদিক বিপ্লব কান্তি নাথ প্রমুখ। সভায় অনুষ্ঠান পরিচালনা করেন রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘের প্রধান উদ্যোক্তা প-িত অরুণ দেব নাথ ও ধর্মীয় জ্ঞানজ্ঞ পিংকু কুমার নাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ বলেন, হিন্দুদের বর মাসে তের পার্বন, প্রত্যেক পার্বণে তিথি অনুযায়ী বিভিন্ন পূজা-অর্জনা, বিভিন্ন যজ্ঞানুষ্ঠান, ক্রিয়া কার্য সম্পাদনের জন্য আমদের পুরোহিতদের গুরুত্বের কথা সবাইকে মনে রাখতে হবে। রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ সনাতন ধর্মের দশবিধি সংস্কারের মাধ্যমে পূজা-অর্চনা, যজ্ঞাধি সুচারুভাবে সম্পন্ন করবে এবং আগামীতে নতুন নতুন রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সৃষ্টিতে সারাদেশে কাজ করে যাবে। সভায় বিভিন্ন আলোচনার প্রেক্ষাপটে বাদল কান্তি নাথ কে আহ্বায়ক এবং রুপন কান্তি নাথ কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি ক্যাপশান : রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্যবিদ্যা প্রচার পরিষদ ঢাকা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ।