মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণে চট্টগ্রামে ২৬ মে কর্মশালা সম্পন্ন হয়েছে। মোটেল সৈকত চট্টগ্রাম-এর সাঙ্গু ব্যাঙ্কুয়েট হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় এই কর্মশালা শুরু হয়, দুপুর ২টা পর্যন্ত ওই কর্মশালা চলে। কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মো. মুজিবুর রহমান পাটওয়ারী স্বাগত বক্তব্য দেন। এই কর্মশালায় পুলিশ সুপার এস এম রশিদুল হক ও উপ-পুলিশ কমিশনার (ডিবি পশ্চিম) মুহাম্মদ আলী হোসেন সারগর্ভ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের পক্ষে প্রতিনিধিগণ স্ব-স্ব বক্তব্য দেন। এ ছাড়াও কর্মশালায় অংশ গ্রহণকারীদের মধ্যে রাউজান উপজেলা চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল)ও আলোচনায় অংশ নেন।
এই কর্মশালায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার সভাপতিত্ব করেন। কর্মশালায় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার, পদস্থ কর্মকর্তা ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।