প্রবল ঘূর্ণিঝড় অসনি ইতোমধ্যে একধাপ দুর্বল হয়েছে। ধীরে ধীরে আরও দুর্বল হয়ে বুধবার মধ্যরাত নাগাদ এটি শুধু ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘প্রবল ঘূর্ণিঝড়টি একটু দুর্বল হয়ে শুধু ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ‘অসনি’ আগের চেয়ে দুর্বল হয়ে এক স্টেপ ডাউন হয়েছে। ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার পরে ক্রমে ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূল বরাবর এগিয়ে যাচ্ছে। আগামীকাল মধ্যরাত পর্যন্ত ঘূর্ণিঝড়ের অবস্থায় থাকবে।সবটুকু জানতে এখানে ক্লীক করুন