নিজস্ব প্রতিনিধি
সাংবাদিক ও সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা ও স্হানীয় মুছল্লিদের নিয়ে আনোয়ারা সাংবাদিক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে । ২১ এপ্রিল উপজেলা হল রুমে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ফোরামের সভাপতি এম আনোয়ারুল হক এই মাহফিলে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পদক জাহেদুল হক সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন।
উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু মৃণাল কান্তি ধর ।।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকদার, তদন্ত কর্মকর্তা সৈয়দ ওমর, পূর্ববাংলা পত্রিকার সম্পাদক এম আলী হোসেন, দৈনিক একুশে সংবাদের সহযোগী সম্পাদক এম এ সবুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, প্রকল্প কর্মকর্তা জমিরুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন, দেশের অন্যতম সার কারখানা সিইউএফএলের সাবেক সিবিএ সভাপতি নাছির উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি সরোয়ার হোসেন ও উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি মামুনুর রশীদ প্রমুখ।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক পিপলস ভিউ এর আনোয়ারা প্রতিনিধি আবদুল মান্নান, দৈনিক গণকন্ঠের ব্যুরোচীফ আবু হেনা খোকন, ডেইলী নিউজ মেইলের ব্যুরোচীফ রফিকুল ইসলাম, দৈনিক বায়েজিদের শেখ আব্দুল্লাহ, চ্যানেল এস প্রতিনিধি রূপন দত্ত, গণকন্ঠের চট্টগ্রাম প্রতিনিধি বজলুল হক, দৈনিক আমার সংবাদের আনোয়ারা প্রতিনিধি ডি এস মনসুর, আমাদের নতুন সময়ের বদরুল হক, সময়ের আলো এনামুল হক নাবিদ, বানিজ্য প্রতিদিনের ফরহাদুল ইসলাম, আমার সময়ের জাবেদুল ইসলাম, একুশে সংবাদের আলভীন, ইত্তেফাকের জাহিদ হাসান হৃদয়, চট্টগ্রাম নিউজের রিয়াদ হোসেন, নয়া বাংলার আক্কাস উদ্দীন, দৈনিক চট্টগ্রামের পাতার এম আর মামুন, আরফাত হোসেন প্রমুখ।