দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার (১৮ এপ্রিল) ইসির চতুর্থ দফা সংলাপ অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় নির্বাচন ভবনের সভাকক্ষে এ সংলাপ হবে।এতে অংশ নেবেন ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকেরা। সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে গত ৬ এপ্রিল প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ করে ইসি। সংলাপে ইসিকে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে দলগুলোর আস্থা অর্জনের পরামর্শ দেন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা।
দায়িত্ব নেয়ার পর প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন সংলাপের আয়োজন করে।