নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া, তা চলতেই থাকবে। জনগণ বিগত সরকার পতনের আন্দোলন করেছে ভোটের অধিকার বাস্তবায়নের জন্য। সেই ধারণা ও লক্ষ্য থেকে সরকারের সরে যাওয়া সঠিক হবে না। বর্তমান সরকারের কোনো রাজনৈতিক দল তৈরির অভিপ্রায় না থাকাই ভালো। প্রয়োজন সংস্কার কর্মসূচি ও ঐকমত্য যতটুকু সম্ভব তার ভিত্তিতেই আমাদের এগিয়ে যাওয়া দরকার।
২০ মার্চ নগরীর সিনিয়র‘স ক্লাবে চট্টগ্রাম নাগরিক ঐক্যের ‘ছোট কিংবা বড় নয়, চাই প্রযোজনীয় সংস্কার’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন। নুরুল আফছার ও স্বপন মজুমদারের যৌথভাবে এই সভা সঞ্চালন করেন।
সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহ নওয়াজ, নাগরিক ঐক্যের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মো রফিকুল ইসলাম, ইউসুফ চৌধুরী বাহার ও ডা. আলাউদ্দিন ভুইয়া।