সাংবাদিক ও সংবাদপত্র অফিসের ফোন রিসিভ করেন না জিএম ও এমডি
নিজস্ব প্রতিবেদক
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিভিন্ন পদে ৪৫৫ জন নিয়োগে প্রায় ৫০ কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে । নিয়োগ বাণিজ্যের অভিযোগের কারণে স্থগিত করা হলেও ১৭ মার্চ থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ বাণিজ্যেকে বৈধ দেয়ার প্রক্রিয়া চলছে এখানে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিভিন্ন সূত্রে জানায়, গত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ ও জ্বা লানী প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানী বিষয়ক উপদেষ্ঠা, পেট্টো বাংলার একটি অসাধু সিন্ডিকেট কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানিতে স্টোর কিপার পদে ২৮ জন, ভান্ডার সহকারী ৭জন, পরিবহন সহকারী ১৪ জন, রাজস্ব সহকারী ৩৯ জন, ক্যাশিয়ার ১২ জন, সার্ভেয়ার ৩৯ জন, নির্মান পরিদর্শক- ১১ জন, রেডিও গ্রাফার ৫ জন, ফোরম্যান ১২ জন, জিঅইএস অপারেটর ১৫ জন, সহকারী চিকিৎসক ৮জন, বোরিং/ বেন্ডিং/কমপ্রেসার অপারেটের কাম মেশিনিষ্ট-২জন, জেনারেটর অপারেটর ১০ জন, ড্রাফস্টম্যান ৭জন, ওয়েল্ডিং সুপারভাইজার ৬ জন, টেকনেশিয়ান-১৫৬ জন, প্যান্ট অপারেটর ৮৪ জন নিয়োগের প্রক্রিয়া গ্রহন করে।
অভিযোগ উঠেছে এসব নিয়োগ প্রার্থী প্রত্যেকজন থেকে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব ও চেয়ারম্যান, এমডির নামে ৩/৫ লাখ টাকা করে নেয়া আগাম নিয়ে নিয়েছে একটি চক্র। নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাখার দাবিতে বিভিন্ন সময় চট্টগ্রামবাসী ও গ্যাস গ্রাহকদের সংগঠন ও অফিস স্টাফ ঠিকাদারসহ প্রতিবাদের কারণে স্থগিত করেন কর্তৃপক্ষ। বিষয়টি কিছুদিন গত ৫ আগস্টের পর বিষয়টি জানাজানি হলে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ শুরু হয় এক পর্যায়ে উক্ত বিজ্ঞপ্তি গত ১৮ জানুয়ারি কোম্পনির মহাব্যবস্থাপক মোঃ হাবিবুল গণি স্থগিত করেন। এর আগেও অনিয়ম দুর্নীতি অভিযোগে গত ২০২৪ সালের ২১ ও ২২ জুলাই স্থগিত করতে বাধ্য হন। স্থগিত হওয়া বিজ্ঞপ্তিতে গোপনে আজ ১৭ মার্চ থেকে বিভিন্ন পদে গত ২৫ মার্চ পর্যন্ত মৌখিক পরীক্ষার নামে পুর্ব নির্ধারিত মনোনিতদের নিয়োগ দেয়ার পায়তারা করছে বলে অভিযোগ। অভিযোগ উঠে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২২ সালে কর্মচারী নিয়োগ বাতিল করে ২০২৩ সালে ফের নিয়োগ দেন। নিয়োগ অবৈধ বলে অভিযোগ উঠে। ২০২৪ সালে জুলাই বিপ্লবের পূর্বে ৯০ ভাগ মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। বিগত আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রী এমডিসহ ইশরায় ৫০ কোটি টাকার নিয়োগ বাণিজ্যর পরিকল্পনার অভিযোগ উঠে।
এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (অতিরিক্ত) ও নিয়োগ কমিটির সদস্য সচিব মো. মনজুরুল হক থেকে এইসব বিষয়ে জানার জন্য ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দীনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন করেননি ফলে তাঁর বক্তব্যও জানা যায়নি।