নিজস্ব প্রতিবেদক
ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হলো রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের (আরজেএ) ইফতার মাহফিল। শনিবার (১৫ মার্চ) চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ এশিয়ান এস আর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন। এতে ইফতার আয়োজন পরিণত হয় মিলনমেলায়। সংগঠনের সভাপতি এস এম পিন্টুর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য গিয়াস উদ্দিন লিটনের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন জ্যৈষ্ঠ সাংবাদিক ফারুক ইকবাল, চট্টগ্রাম রিপোর্টাস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আবুল মনসুর, জ্যৈষ্ঠ সাংবাদিক জোবায়ের সিদ্দিকী, মুজাহিদুল ইসলাম, আইয়ুব আলী, কামাল উদ্দিন, কামাল পারভেজ, নুরুল আমিন মিন্টু, নগর বিএনপি নেতা ও ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকতার খান, ক্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, বিআরইএল চট্টগ্রাম সভাপতি সেলিম পাটোয়ারী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদক নুর মোহাম্মদ রানা, মোহন মিন্টু, সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, মুজিবউল্লাহ তুষার, মো. নজরুল ইসলাম. নজরুল চৌধুরী, আলমগীর, প্রমুখ।
বক্তারা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ পুনর্গঠনে সাংবাদিকদের আরও জোরালো ভূমিকা পালন করার আহ্বান জানান। পাশাপাশি চট্টগ্রামের আর্থ সামাজিক উন্নয়ন ও পর্যটন সম্ভাবনাকে সরকারের কাছে তুলে ধরার মাধ্যমে আরো এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন।
সাংবাদিক নেতারা, আরজেএ’র সার্বিক কল্যাণ কামনা করে সংগঠনকে আরো বেগবান করতে সব ধরণের সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি সংগঠনের সদস্যদের পেশাগত মান উন্নয়নে আরো বেশি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আহ্বান জানান।
ইফতার অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল মতিন চৌধুরী রিপন, মো.ওমর ফারুক,এস এম আকাশ, রাজীব সেন প্রিন্স, ভুপেন দাশ, এম আর আমিন, রাহুল সরকার পলাশ, মো.জাহাঙ্গীর আলম, মিল্লাদ উদ্দিন মুন্না মো.জাহিদুল ইসলাম, মাজাহার ইসলাম রানা, আরাফাত কাদের, রাকিব উদ্দিন, হুমায়ুন কবীর হিরু, সেলিম চৌধুরী, শেখ আব্দুল আওয়াল মুন্না, আশিক আরেফন, শেখ মোরশেদুল আলম, তৈয়ব চৌধুরী প্রমুখ।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত করান হাফেজ ইব্রাহিম। এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন হাফেজ মো. ইব্রাহিম।