নিজস্ব প্রতিবেদক
জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে, তিতাস গ্যাসের মুষ্টিমেয় স্বার্থন্বেষী মহলের ব্যাক্তিস্বার্থ চরিতার্থ করার কারণে। এই মহলটি রাষ্ট্রীয় সম্পদ গ্যাস অবৈধ ব্যবহারকারীদের কাছে সহজলভ্য করে দেওয়ার কারণে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র হাজার হাজার কোটি টাকার ক্ষতি সাধন করছে। এদের রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা নিজেদের ওই সরকারের ঘনিষ্ঠ বলে পরিচয় দেয়। তিতাস গ্যাসের জোবি এনায়েত নগর কাশিপুর অফিসের ব্যবস্থাপক শাকিল মন্ডল এদের মধ্যে অন্যতম একজন। এক শাকিল মন্ডলের কারনে প্রতি মাসে কোম্পানির শত কোটি টাকার গ্যাসের অপচয় হয় নারায়ণগঞ্জের এনায়েত নগর কাশিপুর এলাকায়। ওই এলাকাটি শিল্পাঞ্চল হিসেবে খ্যাত। তার দুর্নীতির ধরন খুবই অত্যাধুনিক। ধরি মাছ না ছুঁই পানি স্বভাবের লোক এই শাকিল মন্ডল। গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এই শাকিল মন্ডল নিজেকে চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন এর আত্মীয় পরিচয় দিয়ে দুর্দান্ত প্রভাব বিস্তার করেছিলেন। তার ভয়ে তটস্থ থাকতেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেই সময়ে ধরাকে সরা জ্ঞান করত এই শাকিল মন্ডল। তৎকালীন চীফ হুইপের দোহাই দিয়ে বড় বড় কাজ বাগিয়ে নিয়ে শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন এই শাকিল মন্ডল। আবার সরকার পতনের পর রাতারাতি নিজেকে বিএনপি ঘনিষ্ঠ কর্মকর্তা পরিচয় দিয়ে করে চলেছেন নানা অপকর্ম। ডেপুটি ম্যানেজার থেকে প্রমোশন পেয়ে ম্যানেজার হয়ে মেঘনা ঘাটে আসেন শাকিল মন্ডল। সেখানে তিন মাস চাকরি করার পর পুনরায় চলে আসেন তার পূর্বের কর্মস্থল জোবিঅ-এনায়েত নগর কাশিপুর এলাকায়। ইতপূর্বে দীর্ঘদিন এই এলাকায় ডেপুটি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করার কারণে তার সাথে রয়েছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান মালিকদের সখ্যতা। শিল্প প্রতিষ্ঠানে স্থাপিত মিটার টেম্পারিং, অনুমোদন বিহীন লোড বৃদ্ধি, বিল কমিয়ে করা, বাইপাস লাইনে গ্যাস সরবরাহ করা সহ নানা অভিযোগ রয়েছে শাকিল মন্ডলের বিরুদ্ধে। শাকিল মন্ডলের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরা তার কথায় সব করেন। শাকিল মন্ডল তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক কেউ তোয়াক্কা করেন না। প্রকাশ্যে ব্যবস্থাপনা পরিচালক কে নিয়ে কটাক্ষ করে কথা বলেন। তিতাস গ্যাসের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক শাহ নেওয়াজ পারভেজ এর বিরুদ্ধে গত কয়েক মাস আগে সংঘটিত বিদ্রোহে অর্থের যোগান দাতা ও নেতৃত্বদানকারী একজন ব্যক্তি এই শাকিল মন্ডল। ফতুল্লা এলাকার নন্দলালপুরের রুপালি ডাইং থেকে নিয়মিত মাসোহারা নেন শাকিল মন্ডল। এ ধরনের বহু কারখানায় শাকিল মন্ডল মাসোয়ারা নেন বলেও জানায় একটি সূত্র।