চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা সিকদারপাড়া জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ’র সভাপতিত্বে ২৪ ফেব্রুয়ারী ২০২৫ সকাল ১০ টায় মাদ্রাসা প্রাংগণে অনুষ্ঠিত হয়।
এতে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান প্রধান অতিথি এবং চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাফেজ আমান উল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক নইম কাদের ও মাওলানা শিব্বির আহমদ সিদ্দিকী’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আজিজুল হক মোজাদ্দেদী,সাংবাদিক কে এম নাছির উদ্দিন,প্রভাষক মাওলানা ইকবাল হোসেন,,মাস্টার এ,কে,এম রিদুয়ানুল ইসলাম, মাস্টার গিয়াস উদ্দিন বাবুল,হাফেজ আমান উল্লাহ ফাউন্ডেশনের সহসভাপতি সিকদার আতিক উল্লাহ ছিদ্দিকী,মহাসচিব মুহাম্মদ ওমর ফারুক,মাদ্রাসার প্রাক্তন ছাত্র প্রভাষক মাওলানা এরশাদ উল্লাহ এবং ছাত্র -ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন তাফসির আরাফাত, নূরী জান্নাত ও সাজিয়া সোলতানা সেতু প্রমুখ। প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আতিকুর রহমান ছাত্র – ছাত্রীদের লেখাপড়ায় অধিক মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে বলেন একজন আদর্শ শিক্ষার্থীকে পিতা- মাতা,শিক্ষক এবং বয়স্ক মুরব্বিদের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। তিনি জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা,সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানা এবং হযরত খাদিজাতুল কোবরা( রাঃ) বালিকা এতিমখানার আবাসিক ভবন,খেলার মাঠ,শ্রেণিকক্ষ,কম্পিউটার ল্যাব,কিচেন,ডাইনিং সহ বিভিন্ন দিক পরিদর্শন করেন । বাদ আছর মাতারবাড়ী মজিদিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্লাহ,বাদ মাগরিব সাহারবিল আনওয়ারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, অধ্যাপক মাওলানা নইম কাদের ও চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা ফারুক হোসেন কুরআন – হাদিস এর আলোকে আলোচনা পেশ করেন।